আলিপুর আবহাওয়া দফতর যে তথ্য দিচ্ছে, তাতে গত ১০০ বা ১২৫ বছরে কলকাতা শহরে ৯ বার এক দিনে এই নিয়ে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছিল। আর আজ দশম বার ২০০ মিলিমিটারের বৃষ্টি কলকাতায় হল। ২৫১ বা তার বেশি মিলিমিটার বৃষ্টি এর আগে ৫ বার হয়েছে। আর সেপ্টেম্বর মাসে ৭৮, ৮৬ মিলিমিটারের পর একেবারে সব রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিল বৃষ্টি।