বাধা কাটল ঘূর্ণাবর্তের। পশ্চিমের শীতল হাওয়ার এখন অবাধ প্রবেশ। বাংলায় এবার শীত সত্যি এল। তাপমাত্রা কমেছে ইতিমধ্যেই। আরও তাপমাত্রা কমতে পারে। উইকেন্ডে তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে; বাড়বে শীতের আমেজ।