পরীক্ষার্থীদের মধ্যে মিশে নেই তো দাগিরা? ১৮০৬ জন যে চূড়ান্ত নয়, সেই দাবি করেছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তারপর আর কোনও তালিকা প্রকাশ হয়নি। হঠাৎ যদি ধরা পড়ে এই পরীক্ষাতেও মিশে ছিল দাগিরা। তখন কী হবে?