আইনজীবী ফিরদৌস শামিম বলেন, স্কুল সার্ভিস কমিশন নিজেরাই চাইছে, এই নিয়োগ প্রক্রিয়া কলুষযুক্ত হোক। নাহলে সম্পূর্ণ তালিকা প্রকাশ করতেন। আপনারা কি চাইছেন গ্রুপ-সি, গ্রুপ-ডিতে একজন দাগী থাকুক। আবার এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হোক।