মুম্বইয়েও মেসি ম্যাজিক। ওয়াংখেড়ে স্টেডিয়াম দেখল ফুটবলের রাজপুত্রের বা পায়ের জাদু। তেরঙা হাতে ছবিও তুললেন এলএম ১০। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তো ছিলেনই ছিলেন সচিন তেন্ডুলকর, সুনীল ছেত্রীরাও। ছিলেন বলিউডের একঝাঁক তারকা। সচিনকে নিজের সই করা বল উপহার দিলেন মেসি, অন্যদিকে মাস্টার ব্লাস্টার তাঁকে দিলেন জার্সি।