কলকাতায় এসেছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। যুবভারতীতে অনুষ্ঠান শুরুর আগেই মেসি হোটেল থেকে উন্মোচন করলেন নিজের মূর্তির। লেকটাউনে তৈরি করা হয়েছে মেসির বিশাল মূর্তি। উপস্থিত ছিলেন সুজিত বসু থেকে শাহরুখ খান-সকলে।