সজল ঘোষ বলেন, 'পুলিশ নিজেই তো ইউটিলাইজার সার্টিফিকেট বানিয়ে নিতে পারে পুজো কমিটির নামে। সরকারি ব্যবস্থারই অডিট নেই। সরকারি ব্যবস্থায় আজ এখান থেকে টাকা নিয়ে ওখানে চলছে। সরকারি টাকার হিসেব নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বগটুইতে ক্ষতিপূরণে দিতে গিয়ে মিড ডে মিলের টাকা থেকে চেক দিচ্ছেন। আর সেখানে পুজো কমিটিগুলোর থেকে যদি কেউ আশা করে যে সেই পুজো কমিটিগুলো সঠিক অডিট রিপোর্ট বানিয়ে দেবে, সেটা যে ভাববে তাঁর মূর্খামি। ওনার টাকা দেওয়ার ছিল ভোট কেনার জন্য, দেওয়া হয়ে গিয়েছে ব্যাস।'