কলকাতায় রেকর্ড বৃষ্টির দিনেও ঠাকুর দেখার উৎসাহে ভাটা নেই দর্শনার্থীদের। হাঁটু অবধি জলে দাঁড়িয়ে ঠাকুর দেখতে আসা এক প্রৌঢ় যেমন বলেই দিলেন, "ঝড়বৃষ্টিকে আমি অনুভব করি না। ১০০টা ঠাকুর দেখব এ বছর। আজ থেকে শুরু হল। ভয় নেই, চিন্তা নেই।"