রবিবার ৭ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা। গত বার যাঁরা ছাত্র পড়িয়েছেন, আজ তাঁরাই ছাত্র! একবছর আগেও যাঁরা ছিলেন শিক্ষক, তাঁরা ছাত্রে পরিণত হয়েছে। চাকরি পাওয়ার জন্য মরিয়া তাঁরা। যে কোনও ভাবেই চাকরি ফেরত চান তাঁরা। গত বছর শিক্ষক দিবসে যাঁরা ছিলেন শিক্ষক, আজ তাঁদের অনেকেই যেন ছাত্র! চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল বলেন, "এই বিষণ্ণতা আজ থেকে তৈরি হয়নি। গত কাল থেকেই সহকর্মীরা ফোন করছিল। স্কুলে যাওয়ার কথা বলছিল। গত বছরের ছবি হোয়াটসঅ্যাপে পাচ্ছি। ছাত্র-ছাত্রীরা পাঠাচ্ছে। ওরা শুভেচ্ছা জানাচ্ছে। আজ স্কুলে যাওয়ার কথাও বলেছে। কিন্তু যেতে পারছি না। কারণ পরশু দিন পরীক্ষা। আজ থেকে ৭ বছর আগে এই চাকরি দিয়েই পরীক্ষা পেয়েছিলাম। নিজের যোগ্যতার বলেই। আমাকে আবার প্রমাণ করতে হবে, আমি যোগ্য ছিলাম।"