শনিবার যুবভারতী পরিণত হল রণক্ষেত্রে। মেসির দর্শন না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন আগত দর্শকরা। অভিযোগ উঠল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও। এক ক্ষিপ্ত দর্শক বললেন, 'সম্পূর্ণ অব্যবস্থা। মেসিকে একটাবারও দেখতে পেলাম না। অরূপ বিশ্বাস কোলে কোলে নিয়ে মেসিকে ঘোরাচ্ছে।'