ঘটনার পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও টিকিটিও ছুঁতে পারেনি পুলিশ। এদিকে খবর পাওয়া যাচ্ছে তিনি নাকি বিহারে বসে রয়েছে। ফেসবুকে পোস্ট করছেন রিলস। ব্যাকগ্রাউন্ডে বাজছে, ‘ আমার শান্ত রূপ দেখেছ, আশা করব আমার রুদ্ররূপ দেখতে হবে না।’ কিন্তু তপ্ত গুলশান কলোনি নিয়ে যখন গোটা কলকাতায় শোরগোল, যখন প্রকাশ্যে বোমাবাজি, দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে প্রশ্নের পর প্রশ্ন তুলে যাচ্ছে বিরোধীরা তখন কেন ফিরোজকে ছুঁতেও পারছে না পুলিশ? বিরোধীরা বলছে মাথায় হাত রয়েছে এক বিধায়কের।