চরম দুরাবস্থা স্কুলের। নেই গেট, নেই রান্নাঘর, শৌচাগার। শৌচকর্ম সারতে ঝোপের ধারে যেতে হয় শিক্ষিকা থেকে পড়ুয়াদের। পানীয় জলের অভাবও তীব্র। অভিযোগ, বেহাল সেই স্কুলেই নিত্য বসে মদের আসর। আড্ডা জমায় সমাজ বিরোধীরা। নিরাপত্তাহীনতাকে সঙ্গী করে স্কুলে আসছেন খোদ প্রধান শিক্ষিকা। অবস্থা যা, তা দেখে স্থানীয় বাসিন্দারা বলছেন হানা বাড়ির থেকে অবস্থা খারাপ হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ভেষ্টপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের।