“আমি যাঁদের নামে এফআইআর করেছি এখনও কেউ গ্রেফতার হয়নি। তা নিয়ে চিন্তিত রয়েছি। তবু এখনও এখনও পর্যন্ত আমার প্রশাসনের প্রতি আস্থা আছে। ভরসা আছে। ওনারা ঠিক হয়তো শেষে গিয়ে মাথা অবধি পৌঁছাবেন।” ন্যাজাট কাণ্ডে বলছেন ভোলানাথ ঘোষ।