মেসির দেখা মেলেনি। তাই ক্ষোভের পারদ এখন তুঙ্গে। যুবভারতী পরিণত হল রণক্ষেত্রে। তৈরি হল বিশৃঙ্খল পরিস্থিতি। ক্রীড়াঙ্গনের দখল নিল ক্ষিপ্ত জনতা। এর মাঝেই এক আগত দর্শক ব্যঙ্গের সুরে বললেন, 'মেসি তো একেবারে কোলে এসে বসেছিলেন আমার'