হার না মানা আন্দোলনে অনড় স্বাস্থ্য কর্মীরা। বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে। মাসিক ভাতা বৃদ্ধি, ডেটা প্যাকের দাবি, বকেয়া প্রদান-সহ একগুচ্ছ দাবিতে। বিগত কয়েক মাস ধরেই দফায় দফায় আন্দোলন করেছেন আশা কর্মীরা। কলকাতার রাজপথে পুলিশের সঙ্গে লাগাতার ধস্তাধস্তির ছবি দেখা গিয়েছে। বিক্ষোভের ছবি দেখা গিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে। এদিন ফের একগুচ্ছ দাবি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করার কথা ছিল স্বাস্থ্য কর্মীদের। দেওয়ার কথা ছিল ডেপুটেশন। কিন্তু কোন কোন দাবির কথা বলছেন আশা কর্মীরা?