ধনতেরাসে সোনা কিনতে ক্রেতাদের ভিড় সেনকো গোল্ডে। সোনার দাম আকাশছোঁয়া। তাই বলে বাঙালিদের আটকানো সম্ভব নয়। ধনতেরাসে সোনার গয়না কিনতে ভিড় নজরে পড়ল নানা শো রুমে। হালকা হলেও সোনা কেনাতেই নজর কমবেশি সকলের। যেভাবে সোনার দাম বাড়ছে, তাতে সোনাতেই সকলে বিনিয়োগ করতে চাইছেন।