হরিদেবপুর গুলি কাণ্ডে শুটারকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বাপ্পা দাস নামে শুটারকে গ্রেফতার করে তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, বালিগঞ্জ আম্বেদকর ইউনিভার্সিটি এলাকা থেকে গ্রেফতার বাপ্পা।।