এবারের ঘরের বায়োস্কোপে ওয়েব সিরিজে সেরা নারী চরিত্রের পুরস্কার পেলেন মিমি। আর তাঁর নাম ঘোষণার সময়ই পরম টুক করে বলে উঠলেন, মিমি নাকি স্বার্থপর! পরমব্রতর মুখে এমন কথা শুনে হতবাক মিমিও। আসলে, এর নেপথ্যে রয়েছে পরমের দারুণ এক রসবোধ বা বলা ভাল রসিক মেজাজ। আসলে পরম, মিমি নামের সঙ্গে মিলিয়ে দিয়েছেন ইংরেজি শব্দ Me Me। অর্থাৎ শুধুই আমি আর আমি। মিমির এই নামটা নিয়েই নির্ভেজাল মজা করেছেন পরমব্রত।