সাড়ে আট মাসের অন্তঃসত্ত্বা। শরীরে একাধিক অসুস্থতা। তবুও এই কুয়াশাচ্ছন্ন ভোরে ফুরফুরে হাওয়ার মধ্যে হাজিরা দিলেন তিনি। নেহা পোদ্দার। হুগলির পাখিরায় বাপের বাড়ি। শ্বশুরবাড়ি তারকেশ্বরের বালিগরী এলাকায়।