ভারত সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে হাজির রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দিনভর নানান কর্মসূচিতে সময় কাটবে পুতিনের। আজ দ্বিপাক্ষিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। হায়দরাবাদ হাউসে মোদী, পুতিন বৈঠক। ভারত-রাশিয়া মুক্ত বাণিজ্য, পারমানবিক শক্তির জন্য ছোট চুল্লির প্রস্তাব, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে মোদীর সঙ্গে বৈঠক রুশ প্রেসিডেন্টের। প্রতিরক্ষা, জ্বালানি, স্বাস্থ্য, লজিস্টিক্স, পেমেন্ট, মেকানিজম নিয়ে বেশ কিছু চুক্তি হওয়ার সম্ভবনা রয়েছে পুতিনের এই ভারত সফরে।