হায়দরাবাদের পর মুম্বই। আবারও হিট মেসির শো। বাণিজ্যনগরীতে মেসির দেখা হল ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকারের সঙ্গে। সচিন এলএম-১০ কে উপহার দিলেন নিজের নাম ও স্বাক্ষর করা জার্সি। মেসিও তাঁর জার্সি উপহার দিলেন।