সোহম চক্রবর্তী, শিশু শিল্পী হিসেবে টলিউডে পা রেখেছিলেন। বর্তমানে তিনি অন্যতম জনপ্রিয় স্টার। তবে শৈশবে ছোট বউ ছবিতে করা তাঁর অভিনয়, বলা সংলাপ, আজও দর্শকদের মুখে মুখে ফেরে। মাঝে মধ্যে হতে হয় ট্রোল্ডও। সেই প্রসঙ্গে কী বললেন সোহম?