উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতির পর দ্বিতীয়বারের জন্য সেখানে গিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। বর্তমানে দার্জিলিংয়ে রয়েছেন তিনি। এবার সেখানেই পৌঁছে গেলেন রাজ্যের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। মমতার সঙ্গে প্রায় ২ ঘণ্টা বৈঠক করেছেন তিনি। আর ভোটের ঠিক আগে-আগে এই ঘটনায় রাজনীতির অলিগলিতে চড়ছে পারদ। তবে কি আবার তৃণমূলে যোগ দেবেন তিনি?