যোগ্য-অযোগ্যর কাটায় ফের এসএসসি পরীক্ষা দিতে হচ্ছে। এটা লজ্জার বলেই মনে করছেন পরীক্ষার্থীরা। এক শিক্ষিকা বলেন, "আজ যেখানে আমাদের পরীক্ষক হিসাবে গার্ড দেওয়ার কথা, সেখানে পরীক্ষার্থী হিসাবে বসছি। এটা আমার কাছে খুব লজ্জার। একটা সরকারি চাকরি পেতে কতটা কষ্ট, কত প্রস্তুতি নিতে হয়, তা যারা করেন, জানেন।"