বাংলায় জগন্নাথ ধামের পর এ বার দুর্গাঙ্গন তৈরি করছে রাজ্য সরকার। ইকো পার্কের কাছে দুর্গা অঙ্গনের কাজ শুরু। ১২.৬ একর জায়গার উপর তৈরি হচ্ছে দুর্গাঙ্গন। এ বার বাঙালির নতুন গন্তব্য হবে রাজ্যের এই নিউটাউনের দুর্গাঙ্গন। রাজনীতিতে কি এখন দুর্গাই ভরসা?