সিবিআইয়ের গ্রেফতারিতে ‘কালীঘাটের কাকু’ অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। তবে একাধিক শর্ত মানতে হবে তাঁকে। সুজয়কৃষ্ণের জামিন মঞ্জুর করে হাইকোর্ট ইতিমধ্যেই জানিয়েছে, পাসপোর্ট জমা রাখতে হবে সৃজয়কৃষ্ণকে। তাঁর ফোন নম্বর জানাতে হবে। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে তাঁকে একদিন দেখা করতে হবে। কোনও প্রমাণ নষ্ট করা যাবে না। এবং জামিন পেলেও কলকাতা ছাড়া যাবে না।