উত্তরবঙ্গে কয়েকদিন আগে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে বিধ্বস্ত সেখানকার মানুষজন। সেই বন্যা পরিস্থিতির ঘটনার পর থেকেই নরেন্দ্র মোদীর সরকার ও পশ্চিমবঙ্গের বিজেপি সরকার সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছে। উত্তরবঙ্গবাসীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিজেপির নেতৃত্বরা। তারই মধ্যে বন্যাদুর্গতদের জন্য ত্রিপল পাঠিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।