সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের পর্যবেক্ষণ, যদি BLO–রা অতিরিক্ত কাজের চাপে থাকেন, তাহলে রাজ্য সরকারেরই কর্তব্য তাঁদের সাহায্য করার। কমিশনের সঙ্গে কথা বলে অতিরিক্ত কর্মী নিয়োগ করতে পারে রাজ্যগুলো। আদালত জানিয়েছে, এর ফলে BLO-দের কাজের সময়ও কমবে, তাঁদের কাজের চাপও লাঘব হবে। রিজিওন্যাল অফিসার নিয়োগের পরামর্শ দেয় শীর্ষ আদালত।