দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এখনও কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার নির্যাতিতার পরিবারকে ফোন করে কিংবা দেখা করে খোঁজ নিলেন না, তা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু। সাংবাদিক বৈঠক করে নির্যাতিতার বাবাকে পাশে নিয়েই তিনি রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।