SSC-হচ্ছে চিটিংবাজ, 420। এই বার টেন্টেড লিস্ট হবে না। প্রশ্ন বিক্রি হবে। প্রধান শিক্ষকের একাংশ এবং তৃণমূলের নেতারা বলছেন খাতা খুলে দেখবে, প্রত্যেক পরীক্ষার্থীকে ৫০,০০০ করে দিতে হবে। এই পরীক্ষা অবৈধ: শুভেন্দু