TV9 বাংলার বিচারে এ বছর সেরা থিমের পুরস্কার টালা প্রত্যয়। এখানকার থিম বীজঅঙ্গন। শততম বর্ষে টালা প্রত্যয়ের থিমে রয়েছে বিশেষ ঝলক। শাক-সবজিতে যেভাবে কীটনাশক মিশিয়ে তাকে বিষের সমান করা হচ্ছে, সেটাই ফুটে উঠেছে টালা প্রত্যয়ের পুজোয়।