শিক্ষকতার জন্য ক্লাসরুমের প্রয়োজন হয় না। পথ দেখাচ্ছেন আরামবাগের শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। অবশ্য ছাত্র-ছাত্রীদের কাছে তিনি পরিচিত 'গোলাপসুন্দরী' নামে। তাঁর দৌলত আজ ড্রপআউটের হার শূন্যে নেমে এসেছে খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে।