সোমবার সকালে তান্ডুর থেকে চেভেলা যাচ্ছিল তেলঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্টের বাস। ৭০ জন যাত্রী ছিলেন বাসে। হায়দরাবাদ-বিজাপুর হাইওয়েতে উল্টোদিক থেকে হঠাৎ স্টোনচিপ বোঝাই একটি ট্রাক এসে ধাক্কা মারে। এতটাই জোরে ট্রাক ধাক্কা মারে যে বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বাসের ভিতরেই কার্যত ঢুকে যায় ট্রাক। প্রাণ হারান ২০ জন।