ফের উত্তাল বিধানসভা। ২ ঘণ্টায় সাসপেন্ড ৫ বিজেপি বিধায়ক। তৃণমূল বিজেপির মধ্যে লাগাতার চলল স্লোগান যুদ্ধ। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালের পর সাসপেন্ড করা হয় মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষকেও। মিহির গোস্বামীকে কার্যত চ্যাংদোলা করে বার করা হয়।