চরম অনিশ্চয়তার মুখে এ রাজ্যের প্রায় ১ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের নির্দেশ ২০১২ সালের আগে চাকরি পাওয়া প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে। পদোন্নতির জন্য সংশ্লিষ্ট শিক্ষককে টেট পাশ করতে হবে। যাঁরা টেট উত্তীর্ণ নন, তাঁদের পরবর্তী ২ বছরের মধ্য টেট পাশ করতে হবে। না হলে চাকরি ছাড়তে হবে। অস্পষ্ট রাজ্যের অবস্থান, শিক্ষকরা দোলাচলে। টেট না পাশ করলেই চলে যাবে চাকরি! এই প্রসঙ্গে ব্রাত্য বসু বলছেন, 'নিয়মকানুন সব খতিয়ে দেখতে হবে। এসব ক্ষেত্রে আমরা রিভিউ পিটিশনে যাব নাকি মানব, নাকি এটা সরাসরি গ্রহণ করলে কীভাবে মানিয়ে নেব, এই নিয়ে কথা বলার অবস্থায় আমরা এখনও নেই।' রাজ্যের অবস্থান নিয়ে এখনও ধোঁয়াশা।