এখানে পুজোর রীতিটা একটু আলাদা। নেই দেবীর মূর্তি, নবপত্রিকাকেই পুজো করা হয় কুলটির চট্টোপাধ্যায় বাড়িতে। প্রায় ২৮৪ বছরের এই পুজো এভাবেই হয়ে আসছে। গ্রামবাসীরা বলছেন এই পুজো একইসঙ্গে প্রগতিরও কথা বলে।