সল্টলেকের জলাশয়ে শুক্রবার সাতসকালে অঘটন। জলাশয়ে ভেসে ওঠে হাজার হাজার মরা মাছ! সল্টলেক রিং রোডের কাছে এই জলাশয়, যার নাম ফিশ পন্ড। বিষক্রিয়ার ফলেই এত মাছের মৃত্যু বলে প্রাথমিক অনুমান। কিন্তু কীভাবে এই বিষক্রিয়া? অন্তর্ঘাত নাকি চক্রান্ত? তদন্তে পুলিশ।