এবার পুজোয় উত্তর থেকে দক্ষিণ ঘুরতে মেট্রোর জুড়ি মেলা ভার। পুজোয় এবার মেট্রোর টুরিস্ট স্মার্ট কার্ড। ব্যস্ত সময়ে পাঁচ মিনিট, বাকি সময়ে ৮ মিনিট অন্তর সমস্ত লাইনে চলবে মেট্রো। চালু করা হয়েছে টুরিস্ট স্মার্ট কার্ড। এই কার্ডে নির্দিষ্ট সময়ের মধ্যে যত খুশি মেট্রোয় ওঠানামা করা যাবে।