ফলতায় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন। কেউ ছাতা নিয়ে এসেছেন তেড়ে। কেউ আবার আঙুল উঁচিয়ে স্লোগান দিয়েছেন। ফলতায় পর্যবেক্ষকের সঙ্গে এহেন আচরণে জাতীয় নির্বাচন কমিশনে নিজেই রিপোর্ট পাঠাচ্ছেন মুরুগান।