ভারত, চিন, রাশিয়া নিয়ে ট্রুথ সোশ্যালে বার্তা শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন রাষ্ট্রনেতার ছবি শেয়ার করে ট্রাম্প লিখেছেন, চিনের কৌশলে আমরা হয়তো ভারত, রাশিয়াকে হারিয়ে ফেলেছি। ট্রাম্পের ট্রুথ বার্তায় বিশ্বজুড়ে বিরাট জল্পনা জারি। কয়েকদিন আগে ট্রাম্প কটাক্ষ করে বলেছিলেন, 'ভারত ও রাশিয়া দুটোই মৃত অর্থনীতি। ওরা একে অপরকে নিয়ে ডুববে।'এ বার শোনা যাচ্ছে অন্য কথা।