চিতাবাঘের ঠেলা থেকে রেহাই পেতে ঘিরে ফেলা হচ্ছে একের পর এক গ্রাম। উত্তরবঙ্গে নতুন উদ্য়োগ বন দফতরের। জালের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে একাধিক গ্রাম। মিলেছে সাফল্য। গত কয়েক দিনে পাকড়াও করা হয়েছে বেশ কয়েকটি চিতা বাঘকে।