ন’বছর পর আয়োজিত SSC-এর পরীক্ষায় ধরা পড়েছে অন্য একটা ছবি। পরীক্ষা দিতে ভিন রাজ্য থেকে ছুটে এসেছেন কত পরীক্ষার্থী। কেউ এসেছেন বিহার থেকে, কেউ বা এসেছেন ঝাড়খণ্ড থেকে, কেউ আবার এসেছেন উত্তর প্রদেশ থেকেও।