রবিবারের এই চাকরির পরীক্ষা শুধুই পরীক্ষার্থীদের জন্য ছিল না। ন’বছর পর এটা এসএসসি-র কাছেও একটা বড় পরীক্ষার থেকে কম নয়। কারণ, দুর্নীতির দাগ মুছতে কিছুটা হলেও সাহায্য় করবে এই নিয়োগ।