তিনি যে একমেবদ্বিতীয়ম, এই কথা প্রমাণে কখনওই কমতি রাখেননি। ২০১৬ সালে তৃণমূলের সঙ্গে বিবাদ। তারপর নির্দলীয় প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়িয় জয় লাভ। সেই অতীতের পুনরাবৃত্তি ঘটাতে বেশিক্ষণ সময় লাগবে না বলেই দাবি হুমায়ুনের। বললেন, 'আমাল লোকেরা এখনই গোটা বহরমপুরের দখল নিতে পারে।'