রাজ্য পুলিশের নয়া ভারপ্রাপ্ত ডিজির দায়িত্ব পেলেন পীযূষ পান্ডে। রদবদল হয়েছে কলকাতা পুলিশ কমিশনার বা নগরপালের পদেও। মনোজ ভর্মার জায়গা নিয়েছেন আইপিএস সুপ্রতিম সরকার। শহরের রক্ষাকর্তা এখন তিনি। অন্যদিকে মনোজ ভর্মাকে দেওয়া হয়েছে ডিরেক্টর অব সিকিউরিটির পদ।