সিঙ্গুর: সিঙ্গুরে পা পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে মোদী আসার আগেই একবুক আশা নিয়ে ফের কারখানার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলেন এলাকার বড় অংশের মানুষ। স্থানীয় বাসিন্দা তাপস পাকিরা যদিও শেষ পর্যন্ত দীর্ঘ নিশ্বাসই ফেললন। কেন?