এই তালিকায় নাম নেই চাকরিহারানো শিক্ষক সুমন বিশ্বাসেরও। তবে তাতে নিরাশ নন তিনি। তাঁর কথায়, ‘আমার নাম আসেনি। আর আমি তো নবম-দশম শ্রেণির শিক্ষক ছিলাম। তবে এই তালিকায় বহু যোগ্য শিক্ষকের নাম আসেনি। এর কারণ একটাই নতুনদের সঙ্গে পুরনোদের মিশিয়ে দেওয়া। সঙ্গে এই দুই প্রজন্মের মধ্য়ে ঝামেলাও পাকিয়ে দেওয়া হয়েছে।