মন্থার প্রভাবে উত্তরবঙ্গে লাল সতর্কতা। মন্থার নিম্নচাপে দুর্যোগের মেঘ উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ ও সিকিমজুড়ে দফায় দফায় বৃষ্টি। মন্থার প্রভাবে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা ছত্তীসগড়ের উপর রয়েছে। সেটা ঝাড়খন্ড, বিহার হয়ে ক্রমশ নেপালের দিকে এগিয়ে যাবে। তার প্রভাবে ইতিমধ্যেই নেপাল, সিকিম ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং-এ বৃষ্টি হচ্ছে। আরও বৃষ্টি বাড়ার পূর্বাভাস মিলছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরের ৪ জেলায় লাল সতর্কতা। ধস নামতে পারে, হড়পা বানের ভয়ে নদীপাড়ে মাইকিং। সিকিম, ভুটানের জলে বিপদ আরও বাড়ার আশঙ্কা।