বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটির মন্ডপে জমজমাট ভিড়। প্রায় ১০০ বছর হতে চলল এই বারোয়ারি পুজোর। ৯৮ বছরের এই পুজোর থিম নবরূপে নবদুর্গা। মা দুর্গার ৯টি রূপ তুলে ধরা হয়েছে এই মন্ডপে। এখানের থিমের ভাবনা বিজয় আগরওয়ালের।