আজ, রবিবার দেবীর বোধন। এ বছর কুমোরটুলি সর্বজনীনের থিম নারায়ণী নমস্তুতে। বনেদি বাড়ির থেকে কোনও অংশে কম নয় কুমোরটুলি সর্বজনীনের প্রতিমা। নায়ারণ দেবনাথের জন্মশতবর্ষ উপলক্ষ্যে তাঁর সৃষ্টি বাঁটুল দি গ্রেটের চরিত্র আঁকা হয়েছে কুমোরটুলি মন্ডপে। অর্থ হিসেবে তুলে ধরা হয়েছে যে, তারা সকলে মিলে এসেছে ঠাকুর দেখতে।